তরুণ প্রজন্মের জন্য বর্তমানকে উৎসর্গ করেছি: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের বর্তমানকে আমি উৎসর্গ করেছি তরুণ প্রজন্মের জন্য। তারাই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে। তারাই এ দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে, এগিয়ে নিয়ে যাবে।
রোববার গণভবনে ‘মোবাইল নম্বর পোর্টেবিলিটি’ (এমএনপি) সেবার উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি আমরা। একটি সিম থেকে যে কোনো অপারেটরে আরেকটি সিমে নম্বর পরিবর্তন করা বা একটি অপারেটর থেকে আরেকটি অপারেটরে যাওয়ার যে আধুনিক প্রযুক্তি, পৃথিবীর খুব সীমিত দেশ এটি ব্যবহার করে। আমরা সেই যুগে প্রবেশ করেছি।
তিনি বলেন, আমাদের ব্রডব্যান্ড সার্ভিস জেলা, উপজেলা ও গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। প্রতিটি গ্রামকে আমরা শহরে উন্নীত করছি। ই-ফাইলিং সুবিধা চালু হওয়ায় এখন যে কোনো জায়গায় বসে কাজ সারার সুযোগ তৈরি হয়েছে এবং তাতে আর কর্মঘণ্টা নষ্ট হচ্ছে না।
শেখ হাসিনা বলেন, আমাদের ছেলেমেয়েদের এটিই বলব- মনোযোগ দিয়ে লেখাপড়া শিখতে হবে। আর প্রযুক্তি ব্যবহারে আরও অভ্যস্ত হতে হবে। প্রযুক্তির ক্ষেত্র প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।
আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে বলে জানান প্রধানমন্ত্রী।
এমএনপি সেবার পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম গত ১ অক্টোবর শুরু হলেও গণভবনের এ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনের আনুষ্ঠানিকতা করেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।