মির্জাপুরে আরপি সাহার পূজা মন্ডপে বিএনপি নেতা মঈদ খান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৯ পিএম, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ | ১২৮৬

শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী ড. মঈন খান। এসময় তিনি কুমুদিনী কল্যান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহার হাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পুস্পস্তবক তুলে দেন।

বুধবার সন্ধা ৬ টায় ড. মঈন খান কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে পৌছালে হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় তাকে স্বাগত জানান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কারাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা,জেলা বিএনপি নেতা ফিরোজ হায়দার খান প্রমুখ।

এরপর ভারতেশ্বরী হোমসের ডাইনিং হলে জলযোগ শেষে তিনি দানবীর রণদা প্রসাদ সাহার নীজ বাড়ির পূজা মন্ডপে যান। সেখানে তিনি আরতি উপভোগ এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।