বেনাপোলে বিপুল পরিমান ফেন্সিডিলসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৫ এএম, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮ | ৫৬৯

যশোরের বেনাপোল পোর্টথানার শিকড়ী গ্রামের মাঠে অভিযান চালিয়ে বিজিবি জোয়ানরা ১০৫০ বোতল ফেন্সিডিলসহ দু’জন পাচারকারিকে আটক করে।

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা বুধবার (১৭ অক্টোবর) ভোরে শিকড়ী গ্রামের মাঠের ভেতর এ অভিযান পরিচালনাকরে।

এসময় ১০৫০ বোতল ফেনসিডিল সহ জাহাঙ্গীর হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (৩৫) নামে দু’জন পাচারকারীকে তারা আটক করে।

আটক জাহাঙ্গীর হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নুর আলীর ছেলে ও জাহাঙ্গীর আলম সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শিবানন্দ কাঠি গ্রামের এনায়েত আলীর ছেলে।

বিজিবির বেনাপোল কোম্পানি সদরের অধিনায়ক সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদের ওপর ভরকরে নায়েক মোঃ তরিকুল ইসলাম, নায়েক মোস্তাকিন, সিপাহী মিজানুর রহমান, সিপাহী মোর্শেদ ভূইয়া, সিপাহী আজহারুল ইসলাম ও মাসুম রানা শিকড়ী গ্রামের মাঠে অভিযান চালায় এবং তাদের এ্যাটাক করে ১০৫০ বোতল ফেনসিডিল সহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। আটক দু’জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এমএমআর/সাগর হোসেন