মির্জাপুর থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১৬ জন আসামী গ্রেফতার


টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করেছে। বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাতি, খুন, ধর্ষণ, ছিনতাই, জুয়া, মাদক এবং গ্রেফতারি ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে বলে জানা গেছে।
সোমবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১৬জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে মিলন মিয়া (২৪), আড়াইপাড়া গ্রামের আরদান আলীর ছেলে ছানোয়ার হোসেন (২০), ওয়ার্শী ইউনিয়নের ফজলে খানের ছেলে বাবু খান (২৯), সদরের পোষ্টকামুরী গ্রামের মৃত. নওয়াব আলীর ছেলে রমজান আলী (৪০), সিপার উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৪০), সামান উদ্দিনের ছেলে আতাহার মিয়া (৩৫), সামাদ মিয়ার ছেলে জয়গল মিয়া (৫০), শাহাদত হোসেনের ছেলে জয়েন উদ্দিন (৫০),
পূর্ব পোষ্টকামুরী গ্রামের জলিল মিয়ার ছেলে জুলহাস মিয়া (২৮), সরিষাদাইর গ্রামের মন্টু মিয়ার ছেলে কালু মিয়া (৪০), কান্ঠালিয়া গ্রামের নন্দ চন্দ্র মন্ডলের ছেলে অভিচন্দ্র মন্ডল (৩৫), ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের সিরাজ মৃধার ছেলে ফিরোজ মৃধা (৩৫), মসদই গ্রামের কহিনুর লস্করের ছেলে রাজিব হোসেন (২৬), নাগরপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাবিবুর রহমান পিন্টু (৩০), বাইমহাটী গ্রামের জিন্নত আলীর ছেলে বাহাদুর শাহ আলম (৪৩), নরদানা গ্রামের হযরত আলীর ছেলে মেহেদী হাসান (২৫)।
মির্জাপুর থানা অফিসার ইনচার্জ এ. কে. এম মিজানুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, মির্জাপুরে অপরাধীদের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কারও সাথে এ বিষয়ে আপশ করা হবে না।
যদি মাদকের সাথে পুলিশ সদ্য ও সমাজের কোন প্রভাবশালীও জড়িত থাকে তাদেরকেও ছাড় দেয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।