বাসাইলে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান শুরু


টাঙ্গাইলের বাসাইলে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে এ অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন।