বিপুল পরিমান ফেন্সিডিল সহ পাচারকারী আটক

নাজমুল হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪২ পিএম, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ | ৬৪৪

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প্যের সদস্যরা সোমবার সকাল ১০ টার সময় ৩০ বোতল ফেন্সিডিল সহ এক নারীকে পুটখালী মসজিদ বাড়ী পোস্টের পাকা রাস্তার উপর থেকে আটক করেছে।

আটকৃত নাসিমা আক্তার (৫০) পোতা পাড়া শার্শা থানার মোঃ জামাল উদ্দিনের স্ত্রী। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমান ফেন্সিডিলের একটি চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের কোম্পানী কমন্ডার সুবেদার লাবলু রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এক নারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

উপর দিকে পুটখালী সীমান্তের উত্তর পাড়া কাঁচা রাস্তার উপর থেকে ৩৯০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমান একটি ভারতীয় ফেন্সিডিলের চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালী ক্যাম্পের কোম্পানী কমন্ডার সুবেদার লাবলু রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে পুটখালী সীমান্তের উত্তর পাড়া কাঁচা রাস্তার এলাকায় অভিযান চালিয়ে ৩৯০ বোতল ফেন্সিডিল জব্দ করে। তবে এসময় বিজিরি উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইমরান উল্ল্যাহ সরকার (পিবিজিএমএস) জানায়, আটকৃত ভারতীয় ফেন্সিডিল খুলনা ব্যাটালিয়নে জমা দেওয়া হবে। এবং পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় মাদক পাচার আইনে মামলা দিয়ে সোর্পদ করা হবে।