মির্জাপুরের নতুন ইউএনও আব্দুল মালেক

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | ১৪৬০

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন একাডেমীর সহকারী পরিচালক আব্দুল মালেক।

সোমবার সকালে তিনি মির্জাপুওে যোগদান করেন। এসময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন তাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।

বিসিএস ৩০ তম ব্যাচের কর্মকর্তা আব্দুল মালেক মির্জাপুরের ইউএনও হিসেবে পদায়নের পর রোববার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে রিপোর্ট করেন। সোমবার মির্জাপুরে যোগদান করেন। মঙ্গলবার থেকে তিনি মির্জাপুরে অফিস করবেন বলে জানা গেছে।

ইউএনও আব্দুল মালেকের নীজ জেলা সিরাজগঞ্জ। ইতিপূর্বে তিনি টাঙ্গাইলের মধুপুরে সহকারী কমিশনার (ভুমি ) হিসেবে দায়িত্ব পালন করেন।

আব্দুল মালেক ব্যক্তি জীবনে বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক। কর্মজীবনের বাইরে তিনি একজন লেখক এবং আবৃত্তিকার।

নবাগত ইউএনও আব্দুল মালেকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন মির্জাপুরে দায়িত্ব পালনের সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত হতে চাই। বিদায়ী ইউএনও ইসরাত সাদমীন সামাজিক কর্মকান্ড যে পর্যন্ত করে গেছেন তিনি সেখান থেকেই শুরু করবেন বলে উল্লেখ করেন।