আলিয়ার খোলা চিঠি


খোলা চিঠি লিখলেন আলিয়া। শেয়ার করলেন আবেগপ্রবণ মুহূর্তের কথা। কাকে লিখলেন এই সব কথা?
‘ওয়ার্ল্ড মেন্টাল হেল্থ ডে’-তে আলিয়ার দিদি শাহিন ভট্টের প্রথম উপন্যাস প্রকাশিত হয়েছে। ‘নেভার বিন (আন)হ্যাপিয়ার’ বইতে শাহিন লিখেছেন নিজের অবসাদগ্রস্ততার কথা। দিদির বই পড়ে আলিয়া লিখলেন এই খোলা চিঠি। নিজে পড়লেনও সেটি। আবেগঘন সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটিতে দেখা গিয়েছে, নাচ করছেন শাহিন। অসম্ভব হাসিখুশি দেখাচ্ছে তাঁকে।
আলিয়া বলছেন, শাহিনের মুখ থেকে এক সময় সেই হাসি মিলিয়ে গিয়েছিল। সেই সময়ে সম্পূর্ণ ভাবে দিদির পাশে থাকতে পারেননি বলে ক্ষমাও চেয়েছেন তিনি। বললেন, পরিবারের প্রত্যেকেই শাহিনকে অসম্ভব ভালবাসেন।
আলিয়া বলেন, শাহিনের এই বইটি নিয়ে রীতিমতো গর্ব হচ্ছে তাঁর। এই চিঠি লিখতে আলিয়াকে রীতিমতো ‘স্ট্রাগল’ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। লেখেন, ২৫ বছর এক সঙ্গে থাকার পরেও শাহিনের কিছু সময় নীরব হয়ে থাকার মানে বুঝতে পারিনি।
বাড়ির সবাই মিলে যখন বাইরে কোথাও খেতে যাওয়া হত, শাহিন একা থাকতে চাইলে আলিয়া ভাবতেন, বাড়িতেই হয়তো টিভি দেখতে ভালোবাসেন শাহিন। দিদির বই পড়েই ‘বেসিক হিউম্যান লেভেল’টা আসলে বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ নায়িকা। জীবন নিয়ে অনেকটা অন্যরকম বোধ তৈরি হয়েছে তাঁর।
‘ভোগ’ পত্রিকায় প্রথম শাহিন তাঁর জীবনের অবসাদগ্রস্ত দিনগুলোর কথা শেয়ার করেছিলেন।