বাসাইলে স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ

বাসাইল
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭ | ৫২৯

টাঙ্গাইলের বাসাইলে স্বামী কর্তৃক স্ত্রী কে ফাসিঁতে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহতের নাম তৃপ্তি আকার (১৮)। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাসাইল পশ্চিম পাড়ার মোঃ নুরুল খানের মেয়ে তৃপ্তি আকারকে (১৮) তার স্বামী মীর কুমুল্লী মধ্য পাড়ার মোঃ সেলিম মিয়ার ছেলে মনির খান (৩২) গত ০৯.১০.১৭ তারিখে আশুলিয়া তাদের ভাঁড়া বাসায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে।

হত্যার করার পর বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার জন্য আশুলিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার জানান হাসপাতালে আনার পূর্বেই তৃপ্তির মৃত্যু হয়েছে।

পরে তৃপ্তির স্বামী মনির খান ও মনির খানের পরিবার লাশটি করটিয়ার কুমুল্লী মধ্যপাড়া নিজ বাড়িতে রেখে পালিয়ে যায় ।

স্থানীয় জনসাধারনের সহয়তায় বাসাইলে তৃপ্তির পরিবার বিষয়টি জানতে পারে। তৃপ্তির গলায় কালো দাগ দেখে সন্দেহ হওয়ায় বিষয়টি দেলদোয়ার থানায় জানানো হয় ।

পরে দেলদুয়ার থানা পুলিশ এসে তৃপ্তির লাশ সুরতহাল প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে ১০.১০.১৭ ইং তারিখে বিকেলে বাসাইল পশ্চিম পাড়া তৃপ্তির নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়।

ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে তার মা বাদী হয়ে বাসাইল থানায় মামলা করবেন বলে জানা যায়। তৃপ্তির বাবা নুরুল ইসলাম খান একজন প্রবাসি।

স্থানীয় সূত্রে জানা যায় , গত মার্চ মাসে তৃপ্তির বিয়ে হয় । কিন্তু বিয়ের পর থেকে তার স্বামী মনির খান তাকে নানা ভাবে নির্যাতন করে আসছিল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যেও দফায় দফায় আলোচনা হলেও কোন ফয়সালা হয়নি। জানা যায়, মনির খান আশুলিয়া তে একটি গার্মেন্সে চাকুরি করতো । সেই সুবাদে তৃপ্তি তার সাথে ভাড়া বাসায় থাকতো।