যমুনা নদীর বাঁধ নির্মাণ করে চর অঞ্চলকে রক্ষা করতে হবে- ফজলুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | ৬৩২

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক বলেছেন জননেতা আব্দুল মান্নান ও জননেতা মির্জা তোফাজ্জল হোসেন মুকুল সাহবের সাথে এই কাকুয়ায় আসার আমার অনেকবার সৌভাগ্য হয়েছে।

যমুনা নদীর ভাঙ্গানের ফলে এই চর অঞ্চলে আজ শতশত ঘর বাড়ি স্কুল মাদ্রাসা মসজিদ নদী গর্ভে বিলীন হয়েছে যাচ্ছে। এ যমুনা নদীর দ্রুত বাঁধ নির্মাণ করে টাঙ্গাইলের এই চর অঞ্চলকে নদী গর্ভে বিলীন হওয়া থেকে আমাদের রক্ষা করতে হবে।

আমরা দ্রুত বাঁধ নির্মাণ কাজ শুরু করব।

আজ আমি আনন্দিত যে এই কাকুয়ায় জননেত্রী শেখ হাসিনা সড়ক ও জননেতা আব্দুল মান্নান সেতু ভিত্তি প্রস্থর উদ্বোধন হয়েছে বলে। এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জননেতা ড.আব্দুর রাজ্জাক ও ছানোয়ার হোসেন এমপি কে।

১৩ অক্টোবর বিকালে কাকুয়া ইউনিয়ন পরিষদ মাঠে কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।