জঙ্গীবাদ মাদক জুয়া সন্ত্রাস ইভটিজিংয়ের বিরুদ্ধে মত বিনিময় সভা

টাঙ্গাইলের কালিহাতীতে জঙ্গীবাদ, মাদক, জুয়া, সন্ত্রাস ও ইভটিজিং এর বিরুদ্ধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় কালিহাতী থানার আয়োজনে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের ১৩৫ নং সলিল গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালিহাতী থানার এসআই নব কুমার ঘোষের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খাইরুজ্জমান খাইরুল, গোহালিয়াবাড়ী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল হাই আকন্দ, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, গোহালিয়াবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সুলতান মিয়া, গোহালিয়াবাড়ী ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোর্শেদা খানম ডলি, বিয়ারা মারুয়া মাদ্রাসার শিক্ষক আঃ বাছেদ প্রমুখ।
মতবিনিময় সভায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন সকলের সহযোগিতা নিয়ে কালিহাতী থানাকে মাদক মুক্ত করার ঘোষনা দেন এবং মাদকের সাথে কোন আপোষ করবেন না বলেও জানান তিনি।