চকরিয়ায় বেড়িবাধ ভাঙ্গন পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান-ইউএনও

এম,জুনাইদ উদ্দিন (চকরিয়া) কক্সবাজার
প্রকাশিত: ০১:০১ পিএম, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮ | ৪৫৮
চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা পাড়ার আঞ্চলিক মহাসড়ক লাগোয়া ভাঙ্গনকৃত বেড়িবাধ ও কোনাখালীর সড়ক বেড়িবাধ পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমএ এবং চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান।
 
গতকাল ১০ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় পরির্দশনকালে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান বলেন, পানি উন্নয়ন বোর্ড এবং দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে খুব শীঘ্রই ভাঙ্গনকৃত মহাসড়ক এবং বেড়িবাধ রক্ষণা-বেক্ষণসহ মেরামত করা হবে। যত দ্রæত সম্ভব কাজ সম্পন্ন করে উপকূলীয় অঞ্চলের জনগোষ্টীকে রক্ষার চেষ্টা করা হবে।
 
তিনি ওই অঞ্চলের জনগোষ্টীকেও যেকোন দূর্যোগ ও ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার আহবান জানান। জাফর আলম বলেন, বিগত সময়ে উপকূলের জনগোষ্টী দূর্যোগ মোকাবেলা করেছে এবং দূর্যোগ পরবর্তী বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার পর্যাপ্ত সহায়তা নিয়ে দূর্গত মানুষের পাশ্বে দাড়িয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জুবায়ের হাসান, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম জিকু, সাবেক চেয়ারম্যান রুস্তম আলী, প্যানেল চেয়ারম্যান আরছ খাতুন, ছাত্রনেতা আবদুল বারেক টিপু প্রমূখ।
 
জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান বলেন, আঞ্চলিক মহাসড়কে ভাঙ্গন ও বেড়িবাধ রক্ষায় বিশেষ ব্যবস্থায় আজ (১১ অক্টোবর) থেকে কাজ শুরু করা হবে।
 
তবে বরাদ্ধ পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে আবেদন জানানো হয়েছে। আশা করি বরাদ্ধও পেয়ে যাবো। তিনি জরুরী ভিত্তিতে এসব কাজ করা জনগুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন।