টাঙ্গাইল বাগানবাড়ীতে দিনদুপুরে ভয়াবহ চুরি

টাঙ্গাইল পৌরশহরের বাগানবাড়ীতে দিনদুপুরে ভয়াবহ চুরি সংঘঠিত হয়েছে।
গতকাল ৯ অক্টোবর টাঙ্গাইল সৃষ্টি একাডেমীক স্কুলের কর্মকর্তা মো: সাইফুল ইসলা, পিতা মো. চান মিঞা, এতিমখানা রোড, বেপাড়ীপাড়া বাগানবাড়ী টাঙ্গাইল। তিনি জানান প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকাল ৭টার সময় স্কুলের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে যায়।
পরবর্তীতে তার স্ত্রী সকাল ১০টার সময় দুই মেয়েকে সৃষ্টি একাডেমীক স্কুল থেকে আনার জন্য বাসায় ও গ্রীলে তালা বদ্ধ করে যায়। দুপুর আনুমানিক ১২টার সময় তার স্ত্রী খাদিজা আক্তার এসে দেখে তার ঘরের দরজা ভাঙ্গা ভিতরের আলমারী ওয়ারড্রোপ খোলা ও এলোমেলো, বাড়ান্দার পূর্ব পাশে গ্রীলের তালা ভাঙ্গা।
আলমারীতে রাখা ২ ভরী ওজনের স্বর্ণের একটি গলার হাড়, কানের ঝুমকা ২ ভরী, স্বর্ণের রুলি ৮আনী, স্বর্ণের চেইন ২টি এক ভরী, আংটি ৫টি ১ ভরী, টিকলী ২টি ৮আনী, নগদ টাকা বিশ হাজার।
সর্বো মোট প্রায় নগদ সহ তিন লক্ষ টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার দিনই শিক্ষক সাইফুল ইসলা টাঙ্গাইল মডেল থানায় একটি চুরির অভিযোগ দায়ের করলে। তদন্তকারী কর্মকর্তা হিসেবে রিপন নাগ এসে তদন্ত করে যান। টাঙ্গাইলে এদানিং ছোট বড় চুরির সংখ্যা বেড়েই চলছে।