২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন পেলেন যারা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | ৫৪১

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালত এই মামলার রায় ঘোষণা করেন। এসময় বিচারক মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন- জুয়েল, মাওলানা আবদুর রউফ, মাওলানা সাব্বির আহমেদ, আরিফ হাসান ওরফে সুমন, হাফেয মাওলানা ইয়াহিয়া, আবুবক্কর ওরফে হাফেয সেলিম, আরিফুল ইসলাম ওরফে আরিফ, মহিবুল মুত্তাক্বীন, আনিসুল মোরসালীন, মোহাম্মদ খলিল, জাহাঙ্গীর আলম বদর, মোহাম্মদ ইকবাল মাওলানা লিটন, তারেক রহমান ওরফে তারেক জিয়া, হারিছ চোধুরী, কায়কোবাদ, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই এবং রাতুল ওরফে রাতুল বাবু।