২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হওয়ায়

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:৪২ পিএম, বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | ৬৯৫

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯জনকে ফাঁসি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯জনকে যাবজ্জীবন ও অন্যান্য ১১জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করায় আনন্দ মিছিল করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ।

বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যাগে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, মহিলা বিষয়ক সম্পাদক শাহীন আরা মিষ্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেলসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।