পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা বখাটে গ্রেফতার

সখীপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২২ পিএম, সোমবার, ৯ অক্টোবর ২০১৭ | ৫৬৬

টাঙ্গাইলের সখীপুরে ৫ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টায় আক্কাছ আলী (৪৫) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার নলুয়া মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।

বখাটে আক্কাছ আলী ওই গ্রামের আরব আলীর ছেলে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে সোমবার দুপুরে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। পুলিশ মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বখাটে আক্কাছ শিশুটিকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছেন।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে নলুয়া মাদরাসা এলাকার প্রতিবেশী দাদা তিন সন্তানের জনক আক্কাছ আলীর মেয়ে আখিঁ আক্তার (১০) সাথে টেলিভিশন দেখতে ওই শিশুটি আক্কাছের বাড়িতে যায়।

আক্কাছ আলী কৌশলে তার মেয়েকে স্থানীয় বাজারের ডাল আনতে মুদি’র দোকানে পাঠায়। এই সময় বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়। এই সুযোগে বখাটে আক্কাছ আলী শিশুটিকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির আত্মচিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে আক্কাছ পালিয়ে যায়। গুরুতর আহত শিশুটি তার বাবা-মার কাছে ঘটনাটি বলে।

খবর পেয়ে ইউপি সদস্য ও স্থানীয়দের নিয়ে সোমবার দুপুরে ওই বখাটেকে আটক করে পুলিশে দেয়।

স্থানীয় ইউপি সদস্য আহসান হাবীব বলেন, ওই শিশুটির বাবা বিষয়টি জানালে এবং ঘটনা সত্যতা পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বখাটে আক্কাছকে আটক করে পুলিশে দেওয়া হয়।

মামলার বাদী ওই শিশুটির মা বলেন, আমি আমার দুধ খাওয়া মেয়ের নির্যাতনকারীর ফাঁসি চাই।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আক্কাছ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছেন।

শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।