আবারো রদবদল ঠাকুরগাঁওয়ে আসছে নতুন জেলা প্রশাসক


গেল কিছুদিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রজ্ঞাপনে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আখতারুজ্জামানকে বদলী করা হয়েছিল।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেনকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়।
আজ রবিবার আবার পুনরায় রদবদল করে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. এ কে এম কামরুজ্জামান সেলিমকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।