আবারো রদবদল ঠাকুরগাঁওয়ে আসছে নতুন জেলা প্রশাসক

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, রোববার, ৭ অক্টোবর ২০১৮ | ৩৬৮

গেল কিছুদিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রজ্ঞাপনে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আখতারুজ্জামানকে বদলী করা হয়েছিল। 

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেনকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়। 

আজ রবিবার আবার পুনরায় রদবদল করে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. এ কে এম কামরুজ্জামান সেলিমকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।