বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে
রেডক্রিসেন্ট সোসাইটির নগদ অর্থ ও ৮ প্রকার সবজির বীজ প্রদান


বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট এর পক্ষ থেকে সদর উপজেলার হুগড়া ইউনিয়নে নগদ অর্থ ও ৮ প্রকার সবজির বীজ সাহায্য প্রদান করা হয়েছে।
রোববার (০৮ অক্টোবর) বেলা ১১টায় হুগড়া ইউনিয়নের নরসিংহপুর মাঠ প্রাঙ্গনে ইউনিয়নের ২শ’ ১১টি বন্যায় ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য নগদ ৪ হাজার টাকা ও সবজি বীজ।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্টানে অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট এর সদস্য আলহাজ্ব মোঃ খোরশেদ আলম এ্যাডভোকেট ।
এসময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের ভাইস চেয়ারম্যান রবিন্দ্র মোহন সাহা (রবি) সেক্রেটারী এম এ রৌফ, হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা রেডক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ের প্রতিনিধি সহ টাঙ্গাইল ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ ও যুব রেডক্রিসেন্ট এর সদস্য বৃন্দ সহ হুগড়া ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ।