মির্জাপুর-৭আসনে

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী খান আহমেদ শুভ’র মটর সাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:৩০ পিএম, শনিবার, ৬ অক্টোবর ২০১৮ | ৭৪৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা ততই বেড়ে চলেছে। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা আ.লীগের কার্য-নির্বাহী সদস্য খান আহমেদ শুভ এক বিশাল মটর সাইকেল শোভাযাত্রা বের করে নির্বাচনী মহড়া প্রদর্শন করেছেন।

শনিবার সকালে মির্জাপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে এই বিশাল মটর সাইকেল শোভাযাত্রাটি বের হয়, টাঙ্গাইল-৭ আসনের নির্বাচনী এলাকার মির্জাপুর পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করেন।

মনোনয়ন প্রত্যাশী খান আহমেদ শুভ সাংবাদিকদের বলেন, মোটর সাইকেল শোভাযাত্রায় টাঙ্গাইল জেলা আ.লীগের সহ-সভাপতি মাহবুবুল আলম মল্লিক হুরমহল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, উপজেলা আ.লীগের নেতাকর্মীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রায় ৫ শতাধিক মটর সাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের পুত্র টাঙ্গাইল জেলা আ.লীগের সদস্য খান আহমেদ শুভ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য টাঙ্গাইল-৭ আসনের নির্বাচনী এলাকা মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খেলার সামগ্রী বিতরণ, গণসংযোগ সভা-সেমিনার, ব্যানার ফেস্টুন, পোস্টার ইত্যাদিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও সভা সমাবেশ করে আসছে।