কালিহাতীতে প্রাথমিক বিদ্যালয়ে প্রতিপক্ষের আগুন

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩২ পিএম, রোববার, ৮ অক্টোবর ২০১৭ | ৫৪৯

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিনটি শ্রেণীকক্ষে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ।

৮ অক্টোবর রবিবার ভোর রাতে উপজেলার ১২১নং বাঁশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে বর্তমানে চরম আতংক বিরাজ করছে। ভয়ে বিদ্যালয়ে আসেনি বেশির ভাগ শিক্ষার্থী। এদিকে শ্রেণী কক্ষে আগুন দেয়ার ঘটনায় এলাকায় চলছে তীব্র নিন্দার ঝড়।

বাঁশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জাবেদা খাতুন জানান,এটি একটি নিন্দনীয় ঘটনা। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.হাছেন আলী জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই বাঁশী গ্রামের কতিপয় ব্যক্তি বিদ্যালয়ের জায়গা নিজেদের দাবী করে বিভিন্ন সময় বিদ্যালয়ের ক্ষতি করে আসছে।

ওই বিদ্যালয়ের সভাপতি আব্দুল জলিল বলেন, গ্রামের একটি পক্ষ বিদ্যালয়ের জায়গা জোরপূর্বক দখল করে রাখতে চেয়েছিল। কিন্তু ওই জায়গা নিজেদের দখলে না নিতে পেরে তারা বিদ্যালয়ের ক্ষতি করার জন্য উঠে পরে লেগেছে। আমাদের ধারণা ওরাই এঘটনা ঘটিয়েছে।

এব্যাপারে কালিহাতী উপজেলা শিক্ষা অফিসার শামসুল হক জানান, বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সাথে যারাই জরিত থাকুক তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব।