রোনাল্ডোহীন জুভেন্তাসের বড় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ এএম, বুধবার, ৩ অক্টোবর ২০১৮ | ৪৩৮

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই বড় জয় পেল জুভেন্তাস। সুইস ক্লাব ইয়ং বয়েজকে ৩-০ গোলে হারাল তারা। হ্যাটট্রিক করলেন পাওলো দিবালা। পাওলো দিবালার হ্যাটট্রিকের সৌজন্যে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল জুভেন্তাস। সুইস ক্লাব ইয়াং বয়েজকে উড়িয়ে দিল ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দল।

নিজেদের মাঠে মঙ্গলবার এইচ-গ্রুপে দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে জেতে জুভেন্তাস। প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল ইতালিয়ান চ্যা্ম্পিয়নরা। প্রথম ম্যাচে লাল কার্ড দেখায় এদিন ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে সিআর সেভেনের অনুপস্থিতি কোনওভাবেই বুঝতেই দেননি দিবালা। ম্যাচের ৫ মিনিটেই দলকে এগিয়ে দেন পাওলো দিবালা। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান সেই দিবালাই।

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জুভে। ৬৯ মিনিটে দুরন্ত এক আক্রমণ থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন দিবালা। ৭৮ মিনিটে বল দখলের লড়াইয়ের মাঝে দিবালার মুখে হাত দিয়ে আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গিনির সেন্টার-ব্যাক মোহামেদ আলি কামারা।

প্রতিপক্ষ দলে এক জন কম থাকলেও বাকি সময়ে সেই সুযোগে ব্যবধান বাড়াতে পারেনি জুভেন্তাস। দুটি ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে এইচ-গ্রুপের শীর্ষে রয়েছে জুভেন্তাস।