নেত্রকোনায় কৃষক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন


নেত্রকোনায় কৃষক হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন।
মামলার বিবরণি থেকে জানা যায়, পূর্বধলা উপজেলার পলাশতলা গ্রামের আব্দুস সাত্তারের সাথে পাশের গ্রামের খোরশেদ ও তার পরিবারের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলছিলো। ২০১৫ সালের ১৪ আগস্ট কৃষক সাত্তার সকালে মামলার সাক্ষী দিতে বের হলে পথে খোরশেদ এবং তার সহযোগিরা তাকে কুপিয়ে হত্যা করে।
এঘটনার পরদিন নিহতের ছেলে উজ্জ্বল বাদি হয়ে ১২ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যুক্তিতর্ক ও শুনানি শেষ হওয়ায় আজ মামলার রায় ঘোষণা করেন বিচারক।
রায়ে খোরশেদ, হাসিম, নিজাম ও আলালকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং অপর আটজনকে বেকসুর খালাস দেয়া হয়।