ঝিনাইগাতীতে ব্যক্তিগত উদ্দ্যোগে তাল বীজ রোপনের শুভ উদ্বোধন


শেরপুরের ঝিনাইগাতীতে ২৮সেপ্টেম্বর শুক্রবার বিকালে প্রান্তিক কৃষক উমেদ আলীর ব্যক্তিগত উদ্দ্যোগে বর্জ্রপাত নিরোধের জন্য নকসী হইতে উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তার দু’পাশে তাল বীজ রোপনের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং তাল বীজ রোপনের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালঅম আজাদ, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার উল্লাহ, প্রজন্ম লীগের সভাপতি শাহজাহান আলী প্রমূখ। এসময় এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ইউএনও রুবেল মাহমুদ কৃষক উমেদ আলীর ব্যক্তিগত এ উদ্দ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এলাকার অন্যান্য ব্যক্তিবর্গদের এ ধরনের উদ্দ্যোগে সামিল হওয়ার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য যে, কৃষক উমেদ আলী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামের বাসিন্দা।