নাগরপুরে সহযোগিসহ পুলিশ কনস্টেবল ইয়াবাসহ গ্রেফতার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪২ পিএম, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | ৫১৫

টাঙ্গাইলের নাগরপুরে সহযোগীসহ পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি ইয়াবা ও নগদ ১ লক্ষ চার হাজার টাকা উদ্বার করা হয়।

বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রাম থেকে মির্জাপুর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, পুলিশ সদস্য মো. মাইনুল ইসলাম মামুন (২৪) সে মির্জাপুর উপজেলা চর বিলসা গ্রামের মো. আ. মজিদ মিয়ার ছেলে। একই গ্রামের আ. খালেক মিয়ার ছেলে মো. সজিব মিয়া (২২) । মামুন বর্তমানে টাঙ্গাইল জেলা পুলিশ লাইনে কর্মরত বলে জানা গেছে।

উভয়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে জেলার মির্জাপুর থানার এস আই মো. শফিকুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে নাগরপুর উপজেলার বারিন্দা বাজারে অভিযানের উদ্যেশ্যে রওয়ানা দেয়।

তারা নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পুখুরিয়া স্কুলের পশ্চিম পাশে পৌছলে রাস্তার ওপর একটি মটর সাইকেলসহ গ্রেফতারকৃতদের দেখে পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসঙ্গতি পরিলক্ষিত হলে পুলিশ দেহ তল্লাশী চালায়।

এ সময় তাদের কাছ থেকে ৩৫ টি ইয়াবা ও নগদ এক লক্ষ চার হাজার টাকা উদ্ধার করে। পরে ওই রাতেই নাগরপুর থানায় সোপর্দ করা হয়।এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে শুক্রবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।