নাগরপুরে শেখ হাসিনার জন্মদিন পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২০ পিএম, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪২৩

টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে । এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন।

এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস,খাইরুল হাসান টুকু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার খন্দকার আব্দুল করিম,মুক্তিযোদ্ধা নীরেন্দ্র নাথ পোদ্দার, প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এহসানুল হক মুকুল, মো. রওশন আলী খান প্রমূখ। আলোচনা সভা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে উপজেলা স্বেচ্ছা সেবক লীগের উদ্যোগে স্থনীয় যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পৃথক ভাবে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। সংগঠনের সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জেবুন্নেছা চায়না, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, দেলদুয়ার আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক প্রমূখ।