বেনাপোল সীমান্তে ৬০০ বোতল ফেন্সিডিল জব্দ

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৯১

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬০০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার ভোরে বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা মাঠে অভিযান চালিয়ে ফেন্সিডিল জব্দ করে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে খড়িডাঙ্গা মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ফেন্সেডিলের কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করা যায়নি।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক জানান, বেনাপোল সীমান্ত থেকে ৬০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। আটক ফেন্সিডিল যশোর ৪৯ ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।