মির্জাপুরে ২৩৭ টি পূজা মন্ডপে দুর্গেৎসবের প্রস্তুতি চলছে


ঋতু বৈচিত্রের ধারাবাহিকাতায় শরতে শিউলী কাশে পূজার আগমনী বার্তা শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বিরা ব্যস্ত হয়ে পড়েছে পূজার প্রস্তুতিতে। এবছর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলয় ২৩৭ টি পূজা মন্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি এগিয়ে চলছে। এরমধ্যে মির্জাপুর পৌর এলাকায় সর্বাধিক ৪২টি পূজা মন্ডপ।
মির্জাপুর উপজেলায় ১৪ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা রয়েছে। উপজেলার সর্বত্রই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়ে থাকে। এরমধ্যে এশীয়াখ্যাত কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পূজা মন্ডপটি সর্ববৃহত। এখানে দেশ বিদেশের ভিআইপিদের আগমনে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপ এলাকা।
এবছর মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নে ৩, বাশতৈল ৪, তরফপুর ৬, লতীফপুর ১৬, গোড়াই ২০, ভাওড়া ৫, উয়ার্শী ১৮, আনাইতারা ৭, মহেড়া ১১, জামুর্কী ৩২, বানাইল ১৮, ভাতগ্রাম ৩০, বহুরিয়া ১২, ফতেপুর ১৩ এবং মির্জাপুর পৌরসভায় সর্বোচ্চ ৪২ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
মির্জাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি সরকার হিতেশ চন্দ্র পুলক বলেন হিন্দু ধর্মাবলম্বিদেও সর্ববৃহত উৎসব শারদীয় দুর্গা পূজা প্রতি বছরের মতই এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হবে। তিনি প্রশাসন সহ সকল মহলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক বলেন স্থানীয়ভাবে সকলের সহযোগীতা নিয়ে মির্জাপুর থানা পুলিশ যেকোন পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষনিক প্রস্তুত। পূজা মন্ডপ গুলির নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন।