শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে- ছানোয়ার হোসেন এমপি


টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন, পদ্মা সেতু নির্মাণসহ বিগত ৯ বছরে দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে।
এখন শুধু দল গোছানোর সময়, নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার পালা। নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে।
বৃহস্প্রতিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে চাকতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানা প্রকৌশলী মোঃ ফারুক হোসেন, টাঙ্গাইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ, আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন কিছলু, বাঘিল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মোঃ ফারুক হোসেন সহ ইউনিয়ন আওয়ামীলীগ এর নেত্ববৃন্দ।