মির্জাপুরে একাব্বর হোসেন এমপি’র প্রচেষ্টায়

শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ হতে যাচ্ছে ৪০লক্ষ টাকা ব্যয়ে

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭ | ৫৮৪

মির্জাপুর বাসীর স্বপ্নের স্টেডিয়াম নির্মাণ হতে যাচ্ছে উপজেলা সদরের বর্তমান “মির্জাপুর স্টেডিয়াম” প্রাঙ্গনে। টাঙ্গাইল-০৭ আসনের এমপি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ একাব্বর হোসেনের প্রচেষ্টায় টাঙ্গাইলের মির্জাপুরে ৪০লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হতে যাচ্ছে “শেখ রাসেল মিনি স্টেডিয়াম”।

দীর্ঘদিন যাব “মির্জাপুর স্টেডিয়াম”/ এস কে পাইলট মাঠ নামে পরিচিত মাঠটি ছিলো প্রশাসনের নজরবিহীন। মাঠটিতে খেলা ও জাতীয় অনুষ্ঠান বাদেও গাড়ি পার্কিং, সরিষা ও মুড়ির হাট বসা, বর্ষা মৌসুমে পানি ওঠে বছরের অধিকাংশ সময়ই এ মাঠটি খেলার অনুপোযোগী হয়ে থাকত।

আবার যতটুকু সময় খেলার সুযোগ পাওয়া যেতো ততক্ষণ চারপাশের আবর্জনার অসহনীয় দূর্গন্ধে সেখানে বেশি সময় থাকা দায় হয়ে পড়ত। শেষ মেষ সকলকিছুর চোখে পড়ল স্থানীয় এমপি আলহাজ¦ মোঃ একাব্বর হোসেনের।

স্থানীয় এমপি’র নীরলস প্রচেষ্টায় এ স্টেডিয়াম নির্মাণ হবে শুনতে পেয়ে খেলোয়াড়সহ পুরো মির্জাপুরে যেনো উৎসাহের ধুম পড়েছে। ইতিমধ্যে মাঠে থাকা পানি নিরসনে কাজ করা হচ্ছে, পানি নিরসন হলেই মাটি ফেলার কাজ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি ইসরাত সাদমীন।

সুত্রে জানা যায়, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে “শেখ রাসেল মিনি স্টেডিয়াম” নির্মাণ করা হবে।

সেই সুত্রানুযায়ী মির্জাপুরে নির্মাণ হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, এর জন্য টাকাও বন্টন করা হয়েছে বলে জানা গেছে।

সবশেষে এখন বাকি শুধু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্টেডিয়ামটি নির্মাণের কাজ শুরু করা। উল্লেখ্য যে, বর্তমান “মির্জাপুর স্টেডিয়াম” মহামান্য রাষ্ট্রপতির প্রতিশ্রুতি প্রকল্প ঢাকা বিভাগীয় উন্নয়ন বোর্ডের অর্থে ২ এপ্রিল ১৯৭৯সালে নির্মাণাধীন। এটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন, তকালীন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ রেজাউল ইসলাম।