‘শেষবার চিকেন বিরিয়ানি খেতে চাই’


বিরিয়ানির ক্রেজ কোন পর্যায়ে পৌঁছলে এমন হয় যে একজন ক্যানসার পীড়িত রোগী অপারেশনের আগে শেষবার বিরিয়ানি খেতে চাইতে পারে! হ্যাঁ, এমনটাই ঘটেছে দুবাইতে৷ ক্যানসার রোগী হাসপাতালে শুয়ে এমন ইচ্ছা প্রকাশ করল চিকিৎসকদের কাছে৷
সংবাদ সূত্রে জানা যায়, পেশায় ইঞ্জিনিয়ার গুলাম আব্বাসের গত কয়েকদিন ধরেই বমি হচ্ছিল৷ কিছুদিন ধরে তার ওজমনও কমছিল একটু একটু করে৷ চিকিৎসার জন্য আব্বাস হাসপাতালে ভর্তি হয়৷ টেস্ট করানোর পর সেই রিপোর্ট থেকে জানা যায় তার পেটে বড় টিউমার রয়েছে৷
স্টেজ থ্রি-তে রয়েছে আব্বাসের ক্যান্সার৷ চিকিৎসকেরা আব্বাসকে অপারেশনের জন্য বলে, যেখানে তার পেটের একটা বড় অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে বলে জানানো হয়৷ এই কথা শুনে চিন্তিত আব্বাস একটা আর্জি রাখেন চিকিৎসকদের কাছে, শেষবারের জন্য বিরিয়ানি খেতে চান তিনি৷ এই কথা শুনে সকলে অবাক হলেও অনুমতি দেওয়া হয়৷ সার্জারির আগে চিকেন বিরিয়ানি দেওয়াহয় আব্বাসকে৷ তাঁর স্ত্রী বাড়িতে চিকেন বিরিয়ানি তৈরি করে এবং হাসপাতালে নিয়ে আসে৷
দুই সন্তানের বাবা আব্বাস একটি ওয়েবসাইটের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, পেটের বড় একটা অংশ কেটে নেওয়ার কথা শুনে আমি অবকা হয়ে গিয়েছিলাম…কিন্তু বাঁচার জন্য এটা করতেই হত…আমি চাইনি আমার সন্তানেরা বাবা ছাড়া বড় হোক… তাঁদের বড় হয়ে ওঠা, কৃতিত্ব সবকিছু আমি দেখতে চেয়েছিলাম৷ উল্লেখ্য, আব্বাসের অপারেশন সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় এবং পেট থেকে টিউমার বের করা হয়৷ বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালে আব্বাসের কেমোথেরাপি চলছে৷