টাঙ্গাইল ৭০৭ বোতল ফেনসিডিলসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | ৫২৩

টাঙ্গাইলে ৭০৭ বোতল ফেনসিডিল ও ১টি লেগুনা গাড়ীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের অফিসার্স ইনচার্জ শ্যামল কুমার দত্ত পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দুই শীর্ষ মাদক ব্যবাসায়ী ও একটি লেগুনা (বগুড়া -ছ ১১-০২২২) আটক করা হয়। পরে লেগুনায় থাকা ৭০৭ বোতল ফেন্সিডিল আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে ঝালোকাঠি জেলার রাজাপুর থানার আরোয়া সোনারগাও এলাকার মো. সুলতান মীরের ছেলে মো. আনোয়ার হোসেন (৪০) ও গাইবান্ধা সদর থানার পূর্বপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. নাজমুল ইসলাম (২৩)। গ্রেফতার কৃতদের বিষয়ে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।