মির্জাপুরে পেঁয়াজের বাজারে অভিযান, ৫ ব্যবসায়ীর জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯ | ৩৮৩

সিন্ডিকেট চক্রের কারসাজি এবং পেঁয়াজ মজুদ রেখে সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধির অভিযোগে মির্জাপুরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।

বুধবার মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচারিত হয়। এসময় পাঁচ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করা হয় বলে জানা গেছে।

জানা গেছে, একটি সিন্ডিকেট চক্র নানা অযুহাতে প্রায় দুই মাস ধরে মির্জাপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ সংকট সৃষ্টি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে ওই সিন্ডিকেট চক্র প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকা থেকে ১৬০ টাকা দরে বিক্রি করছে।

বুধবার মির্জাপুর সদরের কাঁচা বাজার, দেওহাটা এবং জামুর্কি বাজারের সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫৫ টাকা থেকে ১৬০ টাকা। নাম প্রকাশ না করার শর্তে খুচরা ব্যবসায়ীরা জানান, আড়ত ধেকে বেশী দামে পেঁয়াজ কেনার কারনে তাদের দাম বাড়াতে হয়েছে।

এদিকে বুধবার বিভিন্ন আড়তে পেঁয়াজ মজুদ রয়েছে এমন সংবাদ পেয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক, উপজেলার পাকুল্যা, জামুর্কি, দেওহাটা ও মির্জাপুর বাজরে পেঁয়াজ আড়তে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের নানা অনিয়ম-দুর্নীতি ও ঘটনার সত্যতা পেয়ে পাঁচজন ব্যবসায়ীর কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর অভিযানের খবর পেয়ে ৭-৮ জন ব্যবসায়ী দোকানে তালা দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক বলেন, পেঁয়াজ বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন হাট-বাজারে অভিযান শুরু হয়েছে। বুধবার অভিযান চালিয়ে পাঁজ ব্যবসায়ী জরিমানা করা হয়েছে। তাদের এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।