গত ৪ দিনেও চালু হয়নি আমদানি-রফতানি বানিজ্য


বেনাপোলে বন্দর দিয়ে গত ৪ দিনেও চালু হয়নি দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য।ভারতের পট্রাপোল বন্দরে মংগলবার সকালে থেকে দু’দেশের ব্যবসায়ী,বন্দর শ্রমিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সভা চলছে।
বেনাপোল বন্দর শ্রমিক , সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশন ও প্রশাসনিক কর্মকর্তারা যে কোন মূল্যে আমদানি রফতানি চালু করার সিদ্ধান্ত গ্রহন করলেও ভারতর বনগাও পৌর সভার মেয়র’র হস্থক্ষেপে এখন পর্যন্ত তা বাস্তবায়ন হচ্ছে না।
বেনাপোল বন্দরে গত শনিবার দুপুর থেকে ভারতীয় ট্রাক শ্রমিক সংগঠন এবং মালিক সমিতি বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয়।
ধর্মঘটের কারণে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় আমদানি রফতানি পন্য বোঝাই কয়েক হাজার ট্রাক আটকা পড়েছে। বেনাপোল থেকে কোনো পণ্যচালানও যায়নি ভারতের পেট্রাপোল বন্দরে। যার অনেকগুলোতে রয়েছে বাংলাদেশি রফতানিমুখি গার্মেন্ট শিল্পের কাঁচামাল, মাছ, পানসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য।
তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর থেকে পণ্য খালাসের ও দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ৫ থেকে ৬’শ ট্রাক পন্য আমদানি হয় ভারতে থেকে অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে ৩’শ ট্রাক পন্য রফতানি হয় ভারতে। প্রতিদিন বেনাপোল কাস্টমস হাউস ২৩ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোঃ বেলাল হোসাইন চৌধুরী জানান, বেনাপোল কাস্টম হাউসে এ অর্থবছরে ৫ হাজার ৫০০ কোটি টাকা রাজাস্ব আদায় করতে হবে প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৫০ কোটি টাকা আমদানি রফতানি বানিজ্য হয়।
কিছু ব্যক্তি বিষেশের স্বার্থর কারণে দু’দেশের মধ্যে টানা ৪ দিন আমদানি রফতানি বন্ধ থাকায় আমাদের বার্ষিক রাজস্ব আদায়ের লক্ষ্য পূরনে ঘাটতি হচ্ছে। তাছাড়া সরকার হারাচ্ছে মোটা অংকের রাজাস্ব। আমি এই অচল অবস্থা সমাধানের স্থানীয় মেয়রের সাথে কথা বলেছি তিনি যেন বনগা মেয়রের সাথে কথা বলে এজন্য তাকে অনুরোধ করিছি।
বেনাপোল কাস্টম হাউসের পক্ষ থেকে জয়েন্ট কমিশনারের একটি টিম গেছে কলকাতায় এবং হাইকমিশনার মহোদয়কে অব্যহত করা হয়েছে।
এছাড়া আমদানি রফতানি বন্ধ থাকায় কাঁচা পন্য পচে যাচ্ছে ও এর প্রভাবে সৃষ্টি হচ্ছে যানজট। আমি এব্যাপারে দু’দেশের সরকারের উচ্চ পর্যায়ে বসে তারা যতদ্রুত সম্ভব এ ব্যাপারে একটা সমাধান করে পুনরায় আমদানি রফতানি চালু করতে হবে।