বিপাকে স্থানীয় চামড়া ব্যবসায়ীরা কালিহাতীতে ৮০ হাজার পশুর চামড়া মজুদ


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চামড়া ব্যবসায়ীরা গত ঈদুল আযহায় ৮০ হাজার কোরবানীর পশুর চামড়া মজুদ করে পক্রিয়াজাত সম্পন্ন করেছে।
বিয়য়টি নিশ্চিত করেছেন উপজেলার বল্লা ইউনিয়নের চামড়া ব্যবসায়ী শামীম, শাহীনুর আলম ও সুনীল সরকার।
জানাযায়, উপজেলার বল্লা, নাগবাড়ী, কোকডহড়া ও পাইকড়া ইউনিয়নের ছোট ছোট চামড়া ব্যবসায়ীরা টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে চামড়া ক্রয় করে থাকেন।
এবার আর্ন্তজাতিক বাজারে চামড়ার দাম কমে যাওয়ায় তার প্রভাব পড়েছে স্থানীয় চামড়া ব্যবসায়ীদের মধ্যে। প্রতিবছরের ন্যায় এবারও চামড়া ব্যবসায়ীরা ব্যবসায়ীক মুনাফার আশায় লক্ষ লক্ষ টাকা এই খাতে বিনিয়োগ করে চরম হতাশায় দিনাতিপাত করছেন।
লাভ তো দুরের কথা বিনিয়োগকৃত অর্থ তাদের ঘরে ফিরবে কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ক্ষুদ্র ও মাঝারী পর্যায়ের চামড়া ব্যবসায়ীরা।
ঈদ উপলক্ষে চামড়ার ব্যাপক যোগান থাকার ফলে চামড়া ব্যবসায়ীরা ব্যাংক ঋণ ও এনজিও ঋণ অথবা চড়া সুদে স্থানীয়ভাবে অর্থ জোগাড় করে প্রতিযোগীতাপূর্ণ মূল্যে চামড়া ক্রয় করে থাকেন। প্রতিবছর সল্পসময়ে এই খাত থেকে বেশ লাভবান হন এ ব্যবসায়ীরা। কিন্তু এবারের চিত্র ভিন্ন।
পুরোনো ঢাকার হাজারীবাগ, শ্যামপুর, পোস্তকলা এলাকার চামড়া ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে এ খাতে বিপুল পরিমান অর্থেও জোগান দিয়ে থাকলেও এবার তারা হাত গুটিয়ে নিয়েছেন।
আর্ন্তজাতিক বাজারের দোহাই দিয়ে তারা চামড়া সংগ্রহে তেমন একটা উৎসাহ দেখাচ্ছেন না বলে জানাগেছে। যার ফলে বিপাকে পড়েছেন স্থানীয় চামড়া ব্যবসায়ীরা।