ঝিনাইগাতীতে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত


শেরপুরের ঝিনাইগাতীতে উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষ্যে ২৫সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের সভাপতিত্বে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা,ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু,সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, সাত ইউনিয়নের চেয়াম্যানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
ইউএনও রুবেল মাহমুদ, আগামী ৪,৫,৬ অক্টোবর/১৮ এ উন্নয়ন মেলায় বিভিন্ন দপ্তরের প্রধানগণকে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড অংশগ্রহনের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরার জন্য সকলকে আহবান জানান।