টাঙ্গাইলে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


দীর্ঘ ১১ বছর পর বুধবার টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
করনেশন ড্রামাটিক ক্লাবের হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সিরাজ। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ।
টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন,সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু, সাবেক সভাপতি আঃ ছালাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফ উজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভার মেয়র মোঃ জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির।
অধিবেশনের প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক মোঃ তোফায়েল আহম্মেদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে শ্রমিক লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবন্ধ ভাবে কাজ করার আহবান জানান।
সম্মেলনে জেলা জাতীয় শ্রমিক লীগের কাউন্সিলর ও ডেলিগেটবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে মীর দৌলত হোসেন বিদ্যুৎকে বিনাপ্রতিদ্বন্দিতায় জেলা শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত ঘোষনা করা হয়।
সাধারণ সম্পাদক পদে প্রতিদন্দি চার প্রার্থীই কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর দায়িত্বভার অর্পণ করে। একারনে সাধারণ সম্পাদকসহ পুরো কমিটি কেন্দ্রীয় শ্রমিক লীগ পরবর্তিতে ঘোষনা করবেন।