টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) হয়ে আসছেন উপ-সচিব মোঃ শহিদুল ইসলাম


স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ শহিদুল ইসলামকে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
২৩ সেপ্টেম্বররবিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ সচিব দেওয়ান মাহবুবুর রহমান প্রজ্ঞাপন জারীর মাধ্যমে দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক পদায়ন করেন।
নবাগত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের বাড়ি নরসিংদী জেলায়। উল্লেখ্য, টাঙ্গাইলে কর্মরত বর্তমান জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন সম্প্রতি যুগ্ম সচিব হিসেবে পদন্নতি পেয়েছেন।