হাড়িভাসায় ফেন্সিডিলসহ মাদক সেবীকে আটক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০০ পিএম, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮ | ৫১৩
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামে (২০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার গ্রামের সচেতন মহল মোঃ রুবেল হোসেন (২৫) নামের এক মাদক সেবীকে ২ বোতল ফেন্সিডিল সহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, পঞ্চগড় এর কাছে সোপর্দ করেছে।
রুবেল একই ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের পূত্র। 
 
হাড়িভাসা ইউ,পি প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম জানায়, রুবেল সহ ৩ জন রাস্তায় দাড়িয়ে মাদক সেবন করছিল এমন সময় এলাকার কয়েকজন ছেলে তাদেরকে ধাওয়া করলে ২ জন পালিয়ে গেলেও রুবেল ধরা পড়ে।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পঞ্চগড় এর পরিদর্শক আব্দুল মান্নান জানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পঞ্চগড় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।