কিশোরগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ

মোসফিকুর রহমান লাল, নীলফামারী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮ | ৫৩৪

নীলফামারীর কিশোরগঞ্জে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ফরহাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ওই তরুণীর বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাহাগিলী ময়না কুড়ি গ্রামের ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের মনতাজ মিয়ার ছেলে ফরহাদ হোসেনের। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফরহাদ তার প্রেমিকাকে বিয়ে করার কথা বলে ডেকে নেয়। মেয়েটি বিয়ের আশ্বাস পেয়ে দেখা করতে গেলে একটি ধান ক্ষেতে তাকে ধর্ষণ করে ফরহাদ। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে ফরহাদ পালিয়ে যায়।

মেয়েটির বাবা বলেন, ফরহাদ হোসেনের গোষ্ঠীর লোকজন তাদের দুজনকে ধরে ফেলে। পরে তারা ফরহাদ হোসেনকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়ে আমার মেয়েকে মারধর করে বাড়িতে রেখে যায়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, মেয়ের বাবা বাদী হয়ে শুক্রবার ফরহাদ হোসেনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।