চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু


চকরিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় জীবন গেল এক স্কুল ছাত্রীর। ১৮ সেপ্টেম্বর বিকাল ৫:৩০ টার দিকে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর নলবিলা চেকপোস্ট এলাকায় প্রধান সড়কে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় জীবন গেল চকরিয়া কোরক বিদ্যাপীঠের নার্সারীর শিক্ষার্থী সুরাইয়া আফিফা কণা (৬) নামের এক ছাত্রীর।
জানা গেছে, লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাটার (জহির পাড়া) বাসিন্দা মোহাম্মদ নাছিম ও দুবাই প্রবাসী মোছাম্মৎ শাহিন আক্তারের একমাত্র মেয়ে সুরাইয়া আফিফা কণা। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের নার্সারীর একজন নিয়মিত শিক্ষার্থী। দূর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্ধ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান নিহত কণার বাবা। পরে খবর নিয়ে জানতে পারে, চালকও গুরুত্বর আহত হয়ে মুমূর্ষ অবস্থাথা চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা করছে। তার বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি বলে ধারণা করা হচ্ছে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত কণা দাদা-দাদীর কাছে থাকতো। বাবা তাঁর ব্যবসার কাজে বাড়ির বাহিরে ছিলেন এবং মা দুবাইয়ের একটি গার্মেন্টে কাজ করেন। ১৮ সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে কণাকে সামান্য বাজার করার জন্য দোকানে পাঠানো হয়। বাজার করে বাড়িতে ফিরে এসে জানতে পারে দোকানদার তাকে বাজার করার পর অবশিষ্ট টাকা ফেরত দেন নি। পূনরায় সে অবশিষ্ট টাকা আনতে দোকানে যাওয়ার পথে হঠাৎ বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন আহত কণাকে দ্রুত চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা ভালো না দেখে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর ঐ ছাত্রীর মৃত্যু হয় বলে জানান।
নিহত কণার বাবা মোহাম্মদ নাছিম ও ফুফী রেশমা আকতার জানান, বর্তমানে কণার মৃত দেহ বাড়িতে রাখা হয়েছে। এদিকে তার মা শাহিন আক্তার দুবাই থেকে আসার পথে রয়েছে। নিহত সুরাইয়া আফিফা কণার বাবার সাথে যোগাযোগ করতে চাইলে তাঁর শারীরিক অবস্থা ভালো না থাকায় তিনি প্রতিবেদকের সাথে তেমন কথা বলতে পারেন নি।
লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, গতকাল বিকাল ৬ টার দিকে দূর্ঘটনার খবরটি পেয়ে আমি দ্রুত নিহত কণার বাড়িতে ছুটে যায়। গিয়ে দেখি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে আসার সাথে সাথে পুনরায় লাশ দেখতে ছুটে যায়। রক্তাক্ত অবস্থায় লাশ দেখে আমি খুবই মর্মাহত। পরে আইনগত সমস্যা সমাধানের মাধ্যমে লাশ দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় বলে তিনি জানান।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের'র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিদ্যালয়ে নার্সারীর মেধাবী শিক্ষার্থী সুরাইয়া আফিফা কণা সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে বলে আজ সকাল ১০ টায় খবর পেয়েছি। তার মৃত্যুর খবরে আমি খুবই মর্মাহত ও শোকাহত। তিনি বলেন, আমরা একজন মেধাবী ছাত্রী হারিয়েছি।
এদিকে তার মৃত্যুর সংবাদে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম তৃতীয় ঘণ্টার পর বন্ধ রাখার ঘোষণা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের।
প্রাথমিক শাখার পরিচালক বাবু অলসন বড়ুয়া বলেন, নিহত কণা নার্সারী বেলি শাখার একজন নিয়মিত শিক্ষার্থী। তার শ্রেণি রোল ৩০। সে একজন মেধাবী ছাত্রী ছিল। তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
চিরিংগা হাইওয়ে পুলিশের সাথে মোবাইল সংযোগ না পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয় নি। তবে এবিষয়টি
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরীকে অবহিত করা হয়।