নন্দীগ্রামে গরু চোর গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | ৫৪৫

বগুড়ার নন্দীগ্রাম থানার গরু চুরি মামলার আসামি ও কুখ্যাত এক গরু চোর কে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাথম পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মৃত: সহিমদ্দিনের এর ছেলে কুখ্যাত গরু চোর আব্দুল মজিদ (৫০) কে আটক করে।

তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে। থানার ওসি মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতকে বগুড়া কোর্টে প্রেরন করা হয়েছে।