হাজী আবুল হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট - ২০১৮ শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | ৮৪৬

হাজী আবুল হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট - ২০১৮ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে ঐতিহ্যবাহী সরুজ খেলার মাঠে উদ্বোধন খেলা অনুষ্ঠিত হয়।

হাজী আবুল হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট -২০১৮ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

উদ্বোধনী খেলায় রানাগাছাকে ৩-০ গোলে হারিয়ে মহেলা জয় লাভ করেন।

রহুল আমিন খান খোকন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোঃ শাহজাহান আনসারী,টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা,বাসকোচ মালিক সমিতি সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন সরকার আবু, ঘারিন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফ আলী প্রমুখ।