দ্বিতীয় বারের মতো কালিহাতী উপজেলার

শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হল সাংবাদিক এম এ রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮ | ৮০২

টানা দ্বিতীয় বারের মতো জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রতিযোগীতায় কালিহাতী উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার বড় ইছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এ রাজ্জাক। সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ (এসএমসি) ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন তিনি।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী কালিহাতী উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।

প্রতিযোগীতায় মোট ৮টি ক্যাটাগরিতে ৮জনকে নির্বাচিত করা হয়। এর মধ্যে এম এ রাজ্জাক কালিহাতী উপজেলার ১৭২ টি বিদ্যালয় ও সেগুলোর পরিচালনা কমিটির সভাপতিদের মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন।

এসময় কালিহাতী নির্বাহী অফিসার মোছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খাইরুন নাহার, উপজেলা সহকারী শিক্ষা অফিসারসহ বাছাই কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আব্দুর রাজ্জাক বেসরকারি টিভি চ্যানেল ৭১ টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪ ডটকমের টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের জালাল উদ্দিন ও রাশেদা বেগমের বড় সন্তান।
তিনি ২০১৬ সালের আগষ্টে বড় ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। আব্দুর রাজ্জাক সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, উপজেলায় ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বড় ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বিদ্যালয়। তিনি উপজেলার মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে কম্পিউটার ল্যাব ও মিড ডে মিল কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখার জন্য উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়েছেন।

এই বিষয়ে সাংবাদিক আব্দুর রাজ্জাক বলেন, এই প্রাপ্তি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সবার। আমি সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যেতে চাই।

এর আগে ২০১৭ সালেও এম এ রাজ্জাক উপজেলা ও জেলা উভয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন।