অর্জুনের প্রিয় অভিনেত্রী করিনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০০ পিএম, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ | ৪৮৪

নেট জনতার সঙ্গে পরিচিতি বাড়াতে চাইছেন আরও বেশি করে। আর সেই কারণেই নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে শুরু করলেন একটি নতুন ধরনের প্রচার। যার নাম দেওয়া হয়েছে ‘আস্ক অর্জুন’। অর্থাত #AskArjun লিখে আপনি যে কোনও ধরনের প্রশ্ন করতে পারেন বলিউড অভিনেতাকে।

ওই হ্যাশট্যাগের মাধ্যমে আপনি যে কোনও ধরনের প্রশ্ন অর্জুন কাপুরকে জিজ্ঞাসা করতে পারবেন বলে জানানো হয়। আর সেখানেই জিজ্ঞাসা করা হয়, অর্জুন কাপুরের প্রিয় অভিনেত্রী কে? যে প্রশ্নের উত্তরে অর্জুন কাপুর প্রথমেই নাম নেন করিনা কাপুর খানের। তবে শুধু করিনা কাপুর খান-ই নন, অর্জুনের পছন্দের বলিউড অভিনেত্রীর তালিকায় নাম রয়েছে অনুষ্কা শর্মারও।

তবে পছন্দের অভিনেত্রীর সঙ্গে ইতিমধ্যেই স্ক্রিন শেয়ার করার সুযোগও পেয়েছেন অর্জুন কাপুর। ‘কি এন্ড কা’-তে করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অর্জুন কাপুর। বক্স অফিসে দমদার ব্যবসাও করে অর্জুন কাপুর এবং করিনা কাপুর খানের এই সিনেমা।

বর্তমানে ‘নমস্তে ইংল্যান্ড’-এর শুটিং এবং প্রমোশনে ব্যস্ত বনি কাপুর-পুত্র। এই সিনেমায় অর্জুনের বিপরীতে রয়েছেন পরিনিতি চোপড়া। ভালবাসা দিয়ে কীভাবে গোটা পৃথিবীকে আকড়ে ধরে রাখা যায়, ‘নমস্তে ইংল্যান্ড’-এ সেই বার্তাই দিয়েছেন অর্জুন।