কালিহাতীতে বিদ্যুৎ পৃষ্টে নিহত ১ আহত ৩

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৪ পিএম, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ | ৪৯৯

টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে রুবেল (৩০) নামের ১ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁছ চারান এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার পাঁছ চারান এলাকায় একটি নব-নির্মিত বাছাই মিলের বাউন্ডারি দেয়াল নির্মাণ করার সময় ৮ জন শ্রমিক একটি সিমেন্টের খুঁটি স্থাপন করার জন্য উঁচু করলে উপরে থাকা ১১ হাজার ভোল্টের তারের সাথে স্পর্শ হলে ৪ জন শ্রমিক ছিটকে মাটিতে পড়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা ৪ জনকে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট্য কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল (৩০)কে মৃত ঘোষনা করে।

নিহত রুবেল ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কদমতলী গারট্ট গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় আহতরা হলো একই গ্রামের ফারুকের সাইফুল(২৫),মজনু মিয়ার ছেলে মিন্টু(৩০), শাজাহান মিয়ার ছেলে আক্কাস(২৩)।