টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০০ পিএম, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮ | ৪১২

টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব ১৭ শুরু হয়েছে। এ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের উদ্যোগে বুধবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইলের সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ। খেলায় ১৩ টি দল অংশ করেন।