ধনবাড়ীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

মধুপুর প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১০:৩০ পিএম, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ | ৪২৯

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌর শহরের আমবাগান এলাকায় ২৪ ফেব্রুয়ারী (শনিবার) রাত আনুমানিক ১০টার সময় রাস্তার একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যেক্ষদষীরা জানান,ধনবাড়ীর বিনিময় পরিবহনের একটি বাস রাস্তায় মোড় ঘুরানোর সময় একটি বাসার মিটার সংযোগের তার ছিঁড়ে যায়। তারটি ছিঁড়ে যাওয়ার সাথে সাথেই বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে ধনবাড়ী ফায়ার সার্ভিসে স্থানীয়রা সংবাদ দেয়। এবং কী তাৎক্ষনিক ভাবেই স্থানীয় লোকজন পাশেই থাকা শুকনো বালি ছিটিয়ে দিলে আগুন নিভে যায়।

ধনবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার(ভারপ্রাপ্ত) মো: আবুল কালাম জানান, বিনিময় পরিবহনের একটি বাস রাস্তায় মোড় ঘুরানোর সময় একটি বাসার মিটার সংযোগের তার ছিঁড়ে যায়। সাথে সাথেই বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আমরা ঘটনাস্থলে গিয়েই দেখি তাতক্ষনিক ভাবেই স্থানীয় লোকজন পাশেই থাকা শুকনো বালি ছিটিয়ে দিয়েছে তাতে আগুন নিভে গিয়েছে। কোন ক্ষয়ক্ষতি হয়নি।