নাগরপুরে দুই শিশুর সলিল সমাধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫৩

টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে দুই শিশুর সলিল সমাধি হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চাষাভাদ্রা গ্রামে এ ঘটনাটি ঘটে। মর্মান্তিক ওই ঘটনায় নিহত ওই দুই শিশুর নাম হচ্ছে, চাষাভাদ্রা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তানজিন (৯) ও সেতাব মিয়ার ছেলে ইমরান হোসেন (১১)। এ নিয়ে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার উপজেলার চাষা ভাদ্রা গ্রামের সেতাব মিয়ার ছেলে ইমরান হোসেন ও প্রতিবেশী তোফাজ্জল হোসেনের ছেলে তানজিন দুজনে মিলে ওই স্থানে খেলা করতে যায়। খেলার ছলে এক পর্যায়ে তারা ওই কুমের মধ্যে (অথৈই পানিতে) পরে যায়। সাতার না জানা দুজনেই চেষ্টা করতে থাকে পাড়ে আসার জন্য।

আশপাশে কেহ না থাকায় এক সময় উভয়ই গভীর পানিতে তলিয়ে য়ায়। এতে তাদের করুন মৃত্যু হয়। স্বজনরা তাদের না দেখতে পেয়ে এলাকায় খজাখুজি করতে থাকে।

এ সময় শামিউল নামের এক ছেলে ওই দুইজনের পানিতে পড়ার বিষয়টি নিহতদ্বয়ের পরিবারদিগকে অবহিত করে। পরে নিহতদ্বয়ের পরিবারের লোকজন ওই স্থানে ছুটে গিয়ে তাদের কুম থেকে উদ্ধার করে পাশ্ববর্তী দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

সেখানকার কর্তব্যরত ডাক্টার উভয়কে মৃত ঘোষনা করে। এ ঘটনায় ওই দুই পরিবারের লোকজনের আহজাড়িতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। শান্তনা দেয়ার ভাষা হারিয়ে ফেলছে এলাকাবাসী।