ইউপি চেয়ারম্যানের সাথে পালিয়ে গেলেন গৃহবধু রোজিনা বেগম


টাঙ্গাইলের মির্জাপুরে ইউপি চেয়ারম্যানের সাথে পরকীয়ায় জড়ীয়ে স্বামী সংসার ছেঢ়ে পালিয়ে গেলেন দুই সন্তানের জননী গৃহবধু রোজিনা বেগম।
এক সপ্তাহেও রোজিনার সন্ধান না পেয়ে শনিবার টাঙ্গাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার স্বামী আবুল হোসেন।
উপজেলার তরফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ আনোয়ারের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন। সাঈদ আনোয়ার মির্জাপুর উপজেলা যুবদলের সদস্য বলে জানা গেছে।
জানা গেছে, তরফপুর মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী আবুলের স্ত্রী রোজিনার সঙ্গে দীর্ঘদিন যাবত চেয়ারম্যান সাঈদ আনোয়ারের পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। দেড় মাস আগে আবুল সৌদি থেকে দেশে এলে চেয়ারম্যান সাঈদ আনোয়ার ও রোজিনা পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করেন।
এই পরিকল্পনার কথা স্বামী আবুল ও পরিবারের লোকজন জানার পর গত ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে শহরে স্বামীর সাথে কেনাকাটা করতে গিয়ে কৌশলে পালিয়ে যান।
নিখোঁজের পর রোজিনার স্বামী আবুল হোসেন চেয়ারম্যান সাঈদ আনোয়ারের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার স্ত্রীকে ফিরিয়ে দেয়ার আশ্বাস দেন। কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেলেও রোজিনাকে ফেরত না দেয়ায় স্বামী আবুল হোসেন ৩০ সেপ্টম্বর শনিবার চেয়ারম্যানের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে চেয়ারম্যান সাঈদ আনোয়ারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, গ্রামের মানুষ হিসেবে ওই পরিবারের সাথে সামাজিক সম্পর্ক ছাড়া আর কিছু নয়। রোজিনা কোথায় রয়েছে তা আমি জানি না। তবে দু একেদিনের মধ্যে সে বাড়ি ফিরবে বলে গ্রামবাসী আমাকে জানিয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এধরনের কোন অভিযোগ এখনো হাতে পাইনি। অভিযোগ ডেলে তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।