নাগরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু


টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টার্নামেন্ট ২০১৮ অনুর্ধ ১৭ শুরু হয়েছে।
গতকাল বিকেলে নাগরপুরের কোনড়া শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীনের সভাপতিত্বে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান মনি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান মতি, ই্উপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. মতিয়ার রহমান, প্রধান শিক্ষক মো. নূর হোসেন মিয়া, শম্ভু নাথ সাহা, অমলেন্দু সোম রায় প্রমূখ।
খেলায় মামুদ নগর ইউনিয়ন একাদশ ৪-০ গোলে ধুবড়িয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে।